ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ট্রলার ডুবি, ১৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ট্রলার ডুবি, ১৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে।

শেয়ার করুন

B Baria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালু ভর্তি ট্রলারের সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অনেকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শুকবার বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেলে অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। কিন্তু ট্রলারটি লইসকা বিল থেকে যাওয়ার সময় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ–দৌলা খান। একই সঙ্গে নৌ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।