বুশরা হত্যা: ফাঁসির আসামিসহ সবাই খালাস

বুশরা হত্যা: ফাঁসির আসামিসহ সবাই খালাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় বুশরা ধর্ষণ ও হত্যা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এই মামলার প্রধান আসামি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক এম এ কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত ও হাইকোর্ট। কাদেরে স্ত্রী রুনুকে দেওয়া হয়েছির যাবজ্জীবন সাজা।

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

১৬ বছর আগে ২০০০ সালের ১ জুলাই মালিবাগের বাসায় সিটি কলেজের ছাত্রী রুশদানিয়া বুশরাকে ধর্ষনের পর কুপিয়ে হত্যা করা হয়।

বুশরার বাবা সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম সে সময় অবসরকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। ওই বাসাটির মালিক ছিলেন বুশরার খালু। আর বাসায় বুশরা-বুশরার মা ছাড়াও সস্ত্রীক বসবাস করতেন খালুর সৎ ভাই এম এ কাদের। ঘটনার রাতে কাদের দম্পতি ছাড়াও বাসায় ছিলেন কাদেরের শ্যালক শওকত  ও কবির।

ঘটনার পরদিন বুশরার মা রমনা থানায় মামলা দায়ের করেন। পরে সম্পূরক অভিযোগে কাদের দম্পতিসহ কাদেরের শ্যালক শওকত  ও কবিরকে আসামি করা হয়। তদন্তে পুলিশ দেখতে পায় নাটক সাজাতে বুশরার ঘরের জানালার গ্রিল কেউ ভেতর থেকেই কেটে রেখেছে।

তবে সেখান দিয়ে মানুষ প্রবেশ করতে পারবেনা। সব মিলে নিম্ন আদালতে প্রমান হয় বাসার ভেতরের কেউই এই খুন করেছে।

২০০৩ সালে নিম্ন আদালত রায়ে কাদের, শওকত ও কবিরকে মৃত্যুদণ্ড এবং রুনু কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০০৭ সালে হাইকোর্ট শওকত ও কবিরকে খালাস দিলেও কাদেরের মৃত্যুদণ্ড ও রুনুর যাবজ্জীবন বহাল রাখেন।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের দম্পতি। আর শওকত, কবীরের খালাসের বিপক্ষে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।