এটিএন বাংলায় শুরু হচ্ছে ‘মিউজিক অন ডিমান্ড’

এটিএন বাংলায় শুরু হচ্ছে ‘মিউজিক অন ডিমান্ড’

শেয়ার করুন

music-on-demand-jpg-2

বিনোদন ডেস্ক :

এটিএন বাংলায় এবার শুরু হচ্ছে দর্শক চাহিদা ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক অন ডিমান্ড’। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল, ফেসবুক, টুইটার এর মাধ্যমে অনুরোধ জানানো গানগুলো নিয়েই মূলত সাজানো হবে প্রতিটি পর্ব। তবে অনুরোধ জানানো গান গুলোর বাইরেও থাকবে মুক্তি পাওয়া এবং সপ্তাহের জনপ্রিয় মিউজিক ভিডিওর ক্লিপিং নিয়ে অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ‘নিউ ফাইভ’। এর পর রয়েছে দর্শকদের অনুরোধ করা গান নিয়ে ‘অন রিকোয়েস্ট। আর সর্বশেষ সেগমেন্ট হলো প্রিয় সেলিব্রেটির সঙ্গে আড্ডা।

music-on-demand-jpg-8২২ মিনিট ব্যপ্তির এ অনুষ্ঠানটি মূলত এই ৩টি সেগমেন্ট নিয়েই সাজানো। সামিয়া জাহান এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। অনুষ্ঠানটি ১৬ নভেম্বর, বুধবার থেকে প্রতি সপ্তাহেই প্রচার হবে বিকাল ৩টা ৪৫মিনিটে।