নানা আয়োজনে মুন্সীগঞ্জে নবান্ন উৎসব উদযাপন

নানা আয়োজনে মুন্সীগঞ্জে নবান্ন উৎসব উদযাপন

শেয়ার করুন

photo-5মুন্সীগঞ্জ প্রতিনিধি:

নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

photo-3মঙ্গলবার সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবং লিচুতলা টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। বাঙ্গালীর পিঠা পার্বণের এই  ঐতিহ্যের সাথে একাত্ম সকাল ৯ টায় টেনিস গ্রাউন্ডে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

photo-4পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীনমেলায়সহ নাচ, গান, ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রনবন্ত হয়ে উঠেছেন নবান্ন উৎসব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে জেলা প্রশাসক শায়লা ফারজানা বলেন, নবান্ন হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব। বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি তাহলে আর আমাদের বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।

photo-1অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মেজর তাওহিদুজ্জামানসহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।