দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। তবে সবার দৃষ্টি ছিল কুমিল্লার ওপর।

সিইসি বলেন, ‘আজকে অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমান কমিশনের অধীনে সব কটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এর ব্যতিক্রম নয়।’

সিইসি বলেন, কুমিল্লায় স্থগিত হওয়া দুটি ভোটকেন্দ্রে নতুন করে ভোট গ্রহণ হবে।

সিইসি বলেন, বিএনপির কাছ থেকে কিছু অভিযোগ এসেছিল। কিন্তু তাদের অনেক অভিযোগই সঠিক ছিল না।