দিনে দুপুরে রাজধানীতে চিকিৎসককে অপহরণ, পাঁচ দিনেও হদিস নেই

দিনে দুপুরে রাজধানীতে চিকিৎসককে অপহরণ, পাঁচ দিনেও হদিস নেই

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

দিনে দুপুরে সবার সামনে রাজধানীর পল্লবী থেকে অপহরণ করা হয়েছে এক চিকিৎসককে। পাঁচ দিন পার হলেও কোন হদিস নেই ওই চিকিৎসকের । প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত পরিবার।

বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা। পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের সড়ক। মটরসাইকেলে থাকা এক ব্যাক্তি সিনেমা হলের সামনে এসে অবস্থান নেয়। তারপর একটি সিলভার কালারের হায়েস মাইক্রোবাস এসে থামে সিনেমা হলের সামনে। গাড়ী থেকে দুই ব্যক্তি নিচে নামেন। এর কিছুক্ষণের মধ্যেই ছয় থেকে সাতজন ব্যক্তি জোর করে ইসলামী ব্যাংক হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেধাব নাসের চৌধুরীকে গাড়িতে তোলেন। তারপর থেকে এখনও নিখোঁজ চিকিৎসক মেধাব নাসের চৌধুরী।

এ নিয়ে পল্লবী থানায় একটি মামলা হয়েছে। এর তদন্ত শুরু করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, যে গাড়িতে করে ওই  চিকিৎসককে অপহরণ করা হয়েছে, এর নাম্বার ঢাকা মেট্রো-চ ৫৩১৩৮২। এটি একটি ভুয়া নাম্বার প্লেট। ২০১২ সালে ডাকাতির কাজে ব্যবহার করায় এই নাম্বারের গাড়ীটি মানিকগঞ্জের ঘিওর থানায় জব্দ করা হয়েছে।

অপহৃত চিকিৎসকের পরিবার উদ্বিগ্ন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন অপহৃতের পরিবার। অক্ষত অবস্থায় মেধাব নাসির ফিরে আসবে, সেই অপেক্ষায় পুরো পরিবার।