৩২ দলের পরিবর্তে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল!

৩২ দলের পরিবর্তে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল!

শেয়ার করুন

108703904_gianni-infantino-sport-large_transeauvcuvqkqw63x4sqiqmkpjz7gz1c3ryea0yqsszjjiস্পোর্টস ডেস্ক :

ফুটবলের জন্যই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফিফা। জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। তিনি ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

দুর্নীতির দায়ে ফিফার সভাপতি পদ থেকে বরখাস্ত হন সেফ ব্লাটার। এরপর মধ্যবর্তী নির্বাচনে ফিফার সভাপতি নির্বাচিত হন ইতালির জিয়ান্নি ইনফানতিনো। নির্বাচিত হওয়ার পর বিশ্বকাপে দল বৃদ্ধির জন্য কাজ করছেন সভাপতি। গোটা বিশ্বে ২০৯টি দেশ ফিফার অন্তর্ভুক্ত। সেখানে মাত্র ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ, এরমধ্যে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় অর্ধেক দল, আর এখানেই দ্বিমত প্রকাশ করেন জিয়ান্নি।

ফিফার পরবর্তী গভর্নিং বডির বৈঠকে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন হবে। জিয়ান্নি আশা করেন ২০১৭ সালের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর।