তোপের মুখে অ্যাটর্নি জেনারেল, সরকারকে আরও এক সপ্তাহ সময়

তোপের মুখে অ্যাটর্নি জেনারেল, সরকারকে আরও এক সপ্তাহ সময়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারের দেওয়া নিম্ন আদালতের বিচারকদের আচরণ বিধির খসড়া গ্রহণ করেননি আপিল বিভাগ। এই খসড়া ঠিক করে গেজেট প্রকাশের জন্য সরকারকে আরও এক সপ্তাহের সময় দিয়েছেন আদালত।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই খসড়া প্রকাশ নিয়ে তোপের মুখে পড়েন এটর্নি জেনারেল মাহবুবে আলম। বিষয়টি সুরাহার জন্য আপিল বিভাগের বিচারপতি, আইন মন্ত্রনালয়ের কর্মকর্তা আর এটর্নি জেনারেলকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি।

শুনানীর সময় সরকারকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকের পর পুরোপুরিভাবে ইউটার্ন করেছেন। আমি এবং আমার ব্রাদার জাজগণ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত সময় দিবো। এর মধ্যে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল অথবা সরকার যদি এ বিষয়ে কোন বিশেষজ্ঞের মত নিতে বলেন তবে আমরা তাদের সাথে অবশ্যই বৈঠকে বসবো।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে বিধির অনুলিপি জমা দেন আইনমন্ত্রী আনিসুল হক। গত প্রায় দুই বছর খসড়াটি তৈরিতে সময় নিয়েছে আইন মন্ত্রণালয়।