ছিলেন ডিজে, হলেন অস্ত্র ব্যবসায়ী

ছিলেন ডিজে, হলেন অস্ত্র ব্যবসায়ী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অস্ত্র ব্যবসার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি আবু তাহের আহমেদের ছেলে ডিজে তারেক আহমেদ অনিকের বিরুদ্ধে। অনিকের পাঁচ সহযোগীকে চারটি বিদেশি পিস্তল, ৩৮টি গুলি ও নয়টি ম্যাগাজিনসহ গ্রেপ্তারের পর একথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর ও বাড্ডা এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তারেক আহমেদ অনিকের পাঁচ সহযোগী রুবেল শেখ, সোহেল মোল্লা, বাহেস শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান- অস্ত্র, মাদক ও অসামাজিক কার্যকলাপের ব্যবসা করে অল্প দিনের মধ্যে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন তারেক আহমেদ অনিক।

গত এক থেকে দেড় বছরের মধ্যে অনিক অন্তত ৫০টি অস্ত্র কেনাবেচা করেছে। তাদের কাছ থেকে অস্ত্র পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।