চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু

শেয়ার করুন

motiur-rahmanনিজস্ব প্রতিবেদক :

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রোববার সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

আগামী মাস থেকে শুরু হবে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্রাক-নিবন্ধন। ২০১৬ সালে নিবন্ধনের পরও হজে যেতে পারেননি ৩৯ হাজার ১৬৫ জন।

ধর্মমন্ত্রী জানান, এবার তারা অগ্রাধিকার পাবেন। অনুষ্ঠানে জানানো হয়, মার্চ মাসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। আগামী মাসে সৌদি সরকারের সঙ্গে চুক্তির পর হজযাত্রীর সংখ্যা নির্ধারণ হবে।  এবার এক লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি হজে যেতে পারবেন বলে জানান  ধর্মমন্ত্রী।

জেলা প্রশাসকের অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির অফিস থেকে নিবন্ধন করা যাবে।