রামপাল ও মংলা বন্দর পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী

রামপাল ও মংলা বন্দর পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি:

রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মংলা বন্দর পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার দুপুরে হেলিকপ্টারে করে অর্থমন্ত্রী বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছান। পরে তিনি সেখানকার বিদ্যুৎ কেন্দ্র এলাকা ঘুরে দেখেন। এরপর দুপুরেই মন্ত্রী সড়ক পথে মংলা বন্দর পরিদর্শনে আসেন। মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বন্দরে বিদ্যমান সুযোগ-সুবিধা ও চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ.কে.এম ফারুক হোসাইন।

এ সময় মন্ত্রী বলেন, মংলা বন্দরে ধারাবাহিক উন্নয়ন চলছে, আপাতত বড় কোন প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক হইচই হচ্ছে তাই এটা পরিদর্শন করা। সব কিছু ঠিকাঠাক আছে ২০১৮ সালে এ বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। মংলা বন্দর পরিদর্শন শেষে দুপুরেই মন্ত্রী বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।