কুয়াকাটার সৈকতে আবার মৃত ডলফিন

কুয়াকাটার সৈকতে আবার মৃত ডলফিন

শেয়ার করুন

Dollphin

কুয়াকাটা (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার ভেসে এলো মৃত ডলফিন। আজ রোববার সকালের জোয়ারে একটি ডলফিন মরে ভেসে আসে।

উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকো ফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনটি সদ্য মৃত বলে মনে হচ্ছে। এর দৈর্ঘ্য ৪ ফুট ৫ ইঞ্চি। এর বাঁ পাশের পাখনাটি কেটে ফেলা হয়েছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন।

জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটি মারা গেছে জানিয়ে সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনটি জালে আটকা পড়ার পর কোনো ধাতব দ্রব্য দিয়ে জাল কাটতে গিয়ে ডলফিনটির গায়ে আঘাত লেগেছে।

ডলফিনটির গায়ে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে। তা ছাড়া কোপের আঘাতে এর বাঁ পাশের পাখনাটি পুরোপুরি কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বছর কুয়াকাটা সৈকতে এই প্রথম মৃত ডলফিন ভেসে এল। গত বছর কুয়াকাটা সৈকতে ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।