ডেলটা ধরনের স্থান দখল করছে অমিক্রন- স্বাস্থ্য অধিদপ্তর

ডেলটা ধরনের স্থান দখল করছে অমিক্রন- স্বাস্থ্য অধিদপ্তর

শেয়ার করুন

Health DG

নিজস্ব প্রতিবেদক।।

দেশে বর্তমানে ডেল্টার পরিবর্তে ধীরে ধীরে বেশি সংকমণ হচ্ছে করোনার নতুন ধরন অমিক্রন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে কথাগুলো বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, অমিক্রনের উপসর্গগুলো এখন রোগীদের মধ্যে দেখা যাচ্ছে।

গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২। আগের দিন এ হার ছিল ২৮ দশমিক ৪৯। আগের দিন মারা গিয়েছিলেন ১২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে নাজমুল ইসলাম বলেন, ‘অতি সম্প্রতি আমাদের কমিউনিটি পর্যায়ে অমিক্রনের সংক্রমণ হচ্ছে। ডেলটার সংক্রমণ এখনো সবচেয়ে বেশি। তবে অমিক্রনও একটু একটু করে সেই জায়গা দখল করে নিচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আরও বলেন, অমিক্রনের যে উপসর্গগুলো আছে, সেগুলো যদি খেয়াল করি, তাহলে দেখব শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে। মাথা ব্যথা করছে ৬৮ শতাংশে মানুষের।

ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী । হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ, গলব্যথা ৬০ শতাংশের এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী। এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। এর সঙ্গে মৌসুমি যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এর সঙ্গে মিল রয়েছে। কাজেই যেকোনো পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।