নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর স্কুলছাত্র হাসিবুল হাসান অয়ন হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নরসিংদীর বিচারক শামীম আহাম্মদ দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সজিব খান, শাকিল মিয়া, ইমরান, শামীম উসমান ও রুবেল মিয়া। এদের মধ্যে ইমরান পলাতক।
২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় বাসার সামনে খেলার সময় প্রথম শ্রেণির ছাত্র হাসিবুল হাসান অয়নকে অপহরণ করা হয়। পরের দিন অপহরণকারীরা মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মামলা হলে মোবাইল ফোনের সূত্র ধরে ৪ আসামিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩ দিন পর ঘোড়াশালের শীতলক্ষ্যা নদী থেকে অয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।