যুক্তরাজ্যে ধর্মযাজক ও খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক থাকার পরামর্শ

যুক্তরাজ্যে ধর্মযাজক ও খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক থাকার পরামর্শ

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাজ্যে ধর্মযাজক ও খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বৃটিশ পুলিশ। মঙ্গলবার ফ্রান্সে ধর্মযাজককে হত্যা এবং আইএস কর্তৃক দায় স্বীকারের পর এই সতর্কতা জারি করা হয়।

ব্রিটিশ পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে উদ্বৃত্ত করে স্কাই নিউজ জানায়, যুক্তরাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা হওয়ার সুনির্দিষ্ট কোন গোয়েন্দা তথ্য নেই। তার পরও পশ্চিমা দেশগুলো ও অন্যান্য স্থানে খ্রিস্টান, ইহুদি ও অন্য ধর্মে বিশ্বাসীদের আইএস ও অন্য সন্ত্রাসী দল টার্গেটে পরিণত করছে।

ফ্রান্সের সাম্প্রতিক ঘটনাগুলোর পর আবারো গির্জায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিচ্ছি। আগেভাগে সতর্ক থাকার জন্য এই পরামর্শ। এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্স হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার প্রতি প্রার্থনা থাকবে।