দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বীমার উপর গুরুত্বারোপ

দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বীমার উপর গুরুত্বারোপ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বীমার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বেসরকারি খাতের ভূমিকা ও করণীয় আলোচনায় বক্তারা বলেছেন, স্বাস্থ্যবীমার ব্যবস্থা হলে ঝামেলা অনেকাংশেই কমে যাবে।

সকালে রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনায় বক্তারা দেশে স্বাস্থ্যখাতের সার্বিক বিষয় তুলে ধরেন। বিশেষ করে চিকিৎসক ও রোগীর সম্পর্ক বিষয়ে বেশী গুরুত্ব দেয়া হয়। আলোচনায় দেশের চিকিৎসা ব্যয়ে শৃঙ্খলা আনতে এ বিষয়ে নীতিমালার প্রয়োজন বলেও মন্তব্য করা হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী , পেশাদার, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা। সভাপতিত্ব করেন, বারডেম হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. টিএ চৌধুরী।

মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিডিডিআর’বির শেয়ার প্রকল্পের পরিচালক ড. ইকবাল আনোয়ার।