‘খালেদা জিয়ার শারিরীক অবস্থা খারাপ হয়েছে’

‘খালেদা জিয়ার শারিরীক অবস্থা খারাপ হয়েছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা আগের চেয়েও খারাপ বলে দাবি বিএনপির। মেডিকেল বোর্ডের চিকিৎসায় কাজ হচ্ছে না জানিয়ে, দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার দাবি দলটির। শনিবার পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান ফখরুল।

১৯ এপ্রিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থতার কারণে সাক্ষাৎ পাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এর পরের দিন ২০ এপ্রিল পরিবারের সদস্যরাও  দেখা না পেলে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিকে আরো জোরালো করে বিএনপি।

অবশ্য এর চারদিন পর ২৪ এপ্রিল দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা।

এর চারদিন পর শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের তিন নেতা নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপী সাক্ষাৎ করেন।  সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শরীর ভাল নেই।

খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকির দায় সরকারেই নিয়ে হবে বলে সতর্ক করেন তিনি।

এর আগে সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিজা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে সরকার।

এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসাগণও খালেদা জিয়ার শারিরীক অবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন।