গাজীপুরে জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর পোশাক শ্রমিকরা

গাজীপুরে জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর পোশাক শ্রমিকরা

শেয়ার করুন

photo-1515929767গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোটের নানা হিসাব-নিকাশ। পোশাক কারখানা অধ্যুষিত এই এলাকায় কর্মরত শ্রমিকদের ভোট প্রার্থীদের জয়-পরাজয়ে একটি বড় ফ্যাক্টর। আর তাই মেয়র প্রার্থীরা পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ঢাকার পোশাক কারখানার বেশিরভাগই গাজীপুরে। বিপুল সংখ্যক পোশাক শ্রমিকের বসবাস এই নগরেই। গাজীপুর সিটি করপোরেশনে মোট ১১ লাখ ৩৪ হাজার ভোটারের মধ্যে প্রায় এক চতুর্থাংশ শ্রমিক। ভোটের মাঠে জয় পরাজয় নির্ধারণে তাই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন এসব শ্রমজীবী ভোটাররা।

শ্রমিকরা বলছেন, আবাসন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাসহ জীবনমান উন্নয়নে যিনি পাশে থাকবেন, সে প্রার্থীকেই ভোট দেবেন তারা।

পোশাক শ্রমিকদের ভোটকে গুরুত্ব দিয়েই, তাদের দিকে আলাদা নজর দিচ্ছেন মেয়র প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রেও তারা গুরুত্ব পাচ্ছে তাদের দাবি-দাওয়া।

বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, নানা সমস্যায় জর্জরিত এখানকার শ্রমিকরা। তাদের জীবন মান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে এবং সরকারের সহযোগিতা পেলে তিনি গাজীপুরকে বদলে দেয়ার প্রতিশ্রতি দেন।

শ্রমিকরা যাতে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনের দিন কারখানা বন্ধ রাখার কথা জানিয়েছেন মালিকেরা।