‘দরকার ছাড়া সিজার অপারেশন করা হলে ব্যবস্থা’

‘দরকার ছাড়া সিজার অপারেশন করা হলে ব্যবস্থা’

শেয়ার করুন

1511277293নিজস্ব প্রতিবেদক :

দরকার ছাড়া সিজার অপারেশন করা হলে জরিমানা এবং প্রয়োজনে হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭০ থেকে ৮০ ভাগ ডেলিভারি সিজার অপারেশনের মাধ্যমে করা হয়। সরকারি হাসপাতালে এই হার ২৫ থেকে ৩০ শতাংশ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ শতাংশ হারকে আদর্শ মনে করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজার বন্ধ করতে সব হাসপাতালে নির্ধারিত ফরম দেয়া হচ্ছে। যা পূরণ করে সিজারের উপযুক্ত কারণ নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি নির্দেশ দেয়া হয়েছে।