সাভারে চীনের মাম ফুলের চাষাবাদ, স্বাবলম্বী কৃষক

সাভারে চীনের মাম ফুলের চাষাবাদ, স্বাবলম্বী কৃষক

শেয়ার করুন

Mum flower

সাভার প্রতিনিধি।।

সাভারে প্রথম বারের মত চায়না জাতীয় মাম ফুলের চাষ হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে প্রথম বারের মত মাম ফুল চাষ করেছেন ফুল চাষীরা। এ ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারে মাম ফুলের চাহিদাও রয়েছে বেশ। গাছ রোপনের কয়েক মাসের মধ্যেই ফুল ধরে গাছে। বাজারে প্রতি পিচ মাম ফুল তিন থেকে চার টাকা পিচ বিক্রি হচ্ছে। এখন ফুল বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষীরা।

খরচ বাদে ফুল বিক্রি করে চাষীদের মাসিক আয় অনেক টাকা। এই আয় দিয়ে সংসার চলছে তাদের। এসব ফুল বাগানে অনেক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

এ উপজেলার চাষ করা মাম ফুল রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। মাম ফুল চাষীদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ।