বর্ণিল বসন্ত

বর্ণিল বসন্ত

শেয়ার করুন

FF

 পীযূষ কুমার ভট্টাচার্য্য ।।

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ফাল্গুন ও চৈত্র নিয়ে বসন্তকাল। প্রাকৃতিক লীলায় নন্দিত আমাদের এই দেশ। বসন্ত ঋতু অন্যান্য ঋতুর সাথে গুণে বিচারে এগিয়ে, ঋতু হিসেবে মানবচিত্তে ঋতুরাজ হিসেবে ধারণ করেছে। তাই বসন্ত হলো মিলনের ঋতু। বসন্তের সময় পাখির কলকাকলিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়।

এই ঋতুতে কোকিলের গায়কী সুর মনে দ্রুততার সাথে প্রবেশ করে মনকে রোমাঞ্চ থেকে রোমাঞ্চিত করে তোলে। ঋতুরাজ বসন্তের প্রাকৃতিক দৃশ্য প্রকৃতিপ্রেমীদের চিত্তকে যেমন করে রাঙিয়ে তোলে। তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও মুগ্ধ করেছিল।

তাই তো তিনি বসন্তকে নানান রঙিন বর্ণনায় প্রকাশ করেন। উদাহরণ হিসেবে : আজি বসন্ত জাগ্রত দ্বারে। /তব অগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে /কোরো না বিড়ম্বিত।। রবীন্দ্রনাথ বসন্তকে ধরাতলে আসার জন্যেও আহ্বান জানান- এস’ এস’ বসন্ত ধরাতলে।/ আন’ মুহু মুহু নব তান, নব প্রাণ নব গান। কাজী নজরুল ইসলামও বসন্তকে নানান রঙিন বর্ণনায় তুলে ধরেছেন।

নজরুলের ‘দোলন-চাঁপা’ কাব্যগ্রন্থের কোনো কোনো কবিতায় প্রেম ও প্রকৃতির এই অবিশ্রিত রূপ খুঁজে পাওয়া যায়। বসন্ত ঋতুতে বনভূমিতে ফুল ফুটে যে প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয় সেটি নজরুল অপূর্বভাবে চিত্রিত করেন- আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, / চরণে পায়েলা রুমুঝুৃুমু মধূপ উঠিছে গুঞ্জরি (আহা)।

বাসন্তী রঙের শাড়ি এবং তার সাথে খয়ের রঙের টিপ পরে সন্ধ্যা বেলায় যখন প্রদীপ জ্বালাবে তখন একজন নারীকে কী অপূর্ব দেখতে লাগবে সেটি নজরুল যেভাবে প্রকাশ করেন- বাসন্তী রং শাড়ী প’রো/খয়ের রংএর টীপ।/ সাঁঝের বেলায় সাজবে যখন/জ্বালবে যখন দীপ।। পরিশেষে বলা যায় যে বসন্তের এক আলাদা আমেজ রয়েছে।

পরিচিত : লেখক ও নজরুল গবেষক বাংলাদেশ।