যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম্যানের পদত্যাগ

যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম্যানের পদত্যাগ

শেয়ার করুন

usa congressman resignডেস্ক রিপোর্ট:

যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান জন কনইয়ার্স। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের একজন অন্যতম সংগঠক।

সম্প্রতি মার্কিন মিডিয়া, হলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের মাঝে এবার এলো কংগ্রেসম্যান কনইয়ার্সের পদত্যাগের খবর।

তার বিরুদ্ধে আনা এই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের দ্য হাউজ এথিকস কমিটি। সবচেয়ে দীর্ঘসময় ধরে সদস্য থাকা জন কনইয়ার্স ১৯৬৫ সালে সর্বপ্রথম কংগ্রেসে যোগ দেন। জানা গেছে, গত মঙ্গলবার তার যৌন ইঙ্গিতপূর্ণ আচরণকে প্রত্যাখ্যান করায় একজন কর্মীর চাকরি চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে, ৮৮ বছর বয়সী কনইয়ার্স বলেন, এসব ডকুমেন্টকে পক্ষপাতমূলক এবং টাকা-পয়সার বিনিময়ে করা ব্লগারদের কাজ।