ব্লু ইকোনমির নিরাপত্তায় সহযোগিতা আরও বাড়ানোর আহবান রাষ্ট্রপতির

ব্লু ইকোনমির নিরাপত্তায় সহযোগিতা আরও বাড়ানোর আহবান রাষ্ট্রপতির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ব্লু ইকোনমির নিরাপত্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলগুলোর নৌ বাহিনীর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অন্যদিকে, ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে যেকোন ধরণের জঙ্গিবাদ, চোরাচালান বন্ধ করতে বাংলাদেশ, মিয়ানমার ভারতসহ প্রতিটি দেশকেই সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বিভিন্ন দেশের নৌ প্রধানরা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত, পারস্পারিক সম্পর্ক, সন্ত্রাস ও চোরাচালান দমনসহ বিভিন্ন পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষে ২০০৮ সালে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম আইওএসএসের সদস্য দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।

এবারই প্রথমবারের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের সব দেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি ও ইউরোপসহ ৩২টি দেশের নৌপ্রধান ও পর্যবেক্ষেকরা প্রথমবারের মতো অংশ নিয়েছে আইওএনএসের মাল্টিলেটারিয়াল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সারসাইজ ২০১৭তে। এর মূল অপারেশনাল দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী।

কক্সবাজারে ভারত মহাসাগরীয় দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহনে বাংলাদেশের জলসীমায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সমুদ্র মহড়ায়র উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেন, যেভাবে ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমানার জটিলতার নিরসন হয়েছে, সেভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সব সমস্যার সমাধান করতে হবে। ব্লু ইকোনমির সম্ভাবনায় বাড়াতে হবে আঞ্চলিক সহযোগিতা।

এসময় ভারত মহাসাগীয় অঞ্চলের নৌবাহিনীর প্রধানরা বলেন, উপকূলে জঙ্গীবাদসহ চোরাচালানের যে হুমকি রয়েছে তা বন্ধ করতে দরকার আঞ্চলিক সমন্বয় ও তথ্য আদান প্রদান।