পদত্যাগ করলেও জীবনভর বেতন পাবেন মুগাবে!

পদত্যাগ করলেও জীবনভর বেতন পাবেন মুগাবে!

শেয়ার করুন

Bob+Mugabe+3ডেস্ক রিপোর্ট:

পদত্যাগ করার পর কেবল দায়মুক্তিই পাচ্ছেন না জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বরং প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বেতন পেতেন তার পুরোটাই পাবেন আজীবন।

সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর গত মঙ্গলবার অভিশংসনের মুখে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। অবসান ঘটে তাঁর ৩৭ বছরের শাসনের। প্রেসিডেন্ট থাকাকালিন বাৎসরিক দেড় লাখ ডলার বেতন পেতেন তিনি।

ওই অঙ্কের পুরোটাই পেতে থাকবেন বাকি জীবন। এর পাশাপাশি পদত্যাগের প্যাকেজ হিসেবে এক কোটি ডলারের বেশি দেয়া হবে সাবেক এই প্রেসিডেন্টকে। আর মুগাবের মৃত্যুর পর তাঁর স্ত্রী, মুগাবের বাৎসরিক বেতনের অর্ধেক পেতে থাকবেন। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি সব ধরনের নিরাপত্তা পাবেন।