সাইবার হামলায় এবার এশিয়ার কিছু ব্যবসা প্রতিষ্ঠান অচল

সাইবার হামলায় এবার এশিয়ার কিছু ব্যবসা প্রতিষ্ঠান অচল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আরও সাইবার হামলার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করার পর, এশিয়ার কয়েকটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, সোমবার লোকজন কাজে ফিরে কম্পিউটার চালু করে ইমেইল চেক করা শুরু করলেই, রানসামওয়্যারটির প্রভাব দৃশ্যমান হয়ে উঠবে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অনেকটা তাই হয়েছে।

ইমেইলের মাধ্যমে ছড়িয়ে পড়া এই রানসামওয়্যারটির কারণে, বিশ্বের ১৫০টিরও বেশি দেশের দুই লাখেরও বেশি কম্পিউটার স্থবির হয়ে আছে। এতে বিশ্বব্যাপী শিল্পকারখানা, হাসপাতাল, চেইনশপ ও স্কুলের কার্যক্রম ব্যহত হয়েছে।

চীনের বৃহৎ জ্বালানি কোম্পানি পেট্রোচায়না জানিয়েছে, তাদের বেশ কিছু পেট্রল স্টেশনের পেমেন্ট সিস্টেম, সাইবার হামলার কবলে পড়ে; তবে কয়েক ঘন্টার মধ্যে বেশিরভাগ সিস্টেম পুনরায় চালু করতে সক্ষম হয়েছে তারা। এদিকে সাইবার হামলার কারণে, দক্ষিণ কোরিয়ায় কয়েকটি স্কুলের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।