রোজার মাসে বাজা্র স্থিতিশীল করতে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি

রোজার মাসে বাজা্র স্থিতিশীল করতে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রোজার মাস ঘিরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজ থেকে খোলা বাজারে পণ্য বিক্রি করছে ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’ বা টিসিবি।

রোজার আগে আগে প্রতি বছরই রাষ্ট্রায়ত্ত বিপণন এই সংস্থাটি পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করতে শুরু করে। গত বছরের মতোই এবারও ২ হাজার ৮১১ পরিবেশক পণ্য বিক্রি করছেন।

দেশজুড়ে ১৮৫টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ৩৩টি ট্রাক। চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে দুটো করে ট্রাকের ব্যবস্থা করা হয়েছে।