বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে আড়াই লাখ রোহিঙ্গা!

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে আড়াই লাখ রোহিঙ্গা!

শেয়ার করুন

rohingya-boat

নিজস্ব প্রতিবেদক:

প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। গত কয়েক দশকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গিয়ে দেখা পেয়েছেন এমন সব বাংলাদেশির, যারা আসলে রোহিঙ্গা। কিন্তু কোনোভাবে তাঁরা যোগাড় করেছেন বাংলাদেশি পাসপোর্ট। বিদেশে টাকা উপার্জন করছেন, সে টাকা যাচ্ছে মিয়ানমারে।

শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের নিয়ে একটি অনুষ্ঠানে এমন অভিজ্ঞতা তুলে ধরেন মন্ত্রী। তাঁর আক্ষেপ, এই রোহিঙ্গারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন অপরাধ করছে, যার দায়ভার আসছে বাংলাদেশের ওপর।

শুধু রোহিঙ্গাদের দায়ভার কেন? গত কয়েক দশকে, এদেরকে পাসপোর্ট এবং পরিচয় পেতে সাহায্য করেছে কক্সবাজার, চট্টগ্রাম এলাকার জনপ্রতিনিধিরা। এই দুর্নীতি নিয়ে কঠোর হবার আ্হবান জানালেন মন্ত্রী।