প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালেন প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালেন প্রেসিডেন্ট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস আইয়োহানিস দেশটির প্রধানমন্ত্রী ভিওরিকা ডানসিলাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে দেশটির দূতাবাস তেলাবিব থেকে জেরুজালেমে স্থানান্তর নিয়ে মতানৈক্যের পর প্রেসিডেন্ট এই আহবান জানান।

শুক্রবার এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, দেশকে ঝুকির মুখে ঠেলে দিয়ে ডানসিলা প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। সেকারণেই তিনি প্রকাশ্যে তাকে পদত্যাগের আহবান জানিয়েছেন।

শুক্রবার প্রেসিডেন্ট আইয়োহানিস প্রধানমন্ত্রী ডানসিলাকে তার সরকারি বাস ভবনে আলোচনার জন্য তলব করেছিলেন। কিন্তু ডানসিলা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আহবান প্রত্যাক্ষ্যান করেন, যা নজীরবিহীন। প্রেসিডেন্ট অভিযোগ করেন যে, ডানসিলা দেশের পররাষ্ট্র নীতি বিষয়ে গোপনে একটি চুক্তি করেছিলেন, যা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।

প্রেসিডেন্টের প্রত্যাশা ছিল তার অনুমোদন ছাড়াই ইসরাইয়েল সফর বিষয়ে ব্যাখ্যা দিবেন। কিন্তু ডান সিলা সেটি করতেও ব্যর্থ হয়েছেন।