বরিশালে ইউপি নির্বাচনে সংঘর্ষ, ১ জন নিহত

বরিশালে ইউপি নির্বাচনে সংঘর্ষ, ১ জন নিহত

শেয়ার করুন

বরিশালে কেন্দ্র দখলকরে ব্যালটে সিলমারা ও কেন্দ্রে হামলা,পুলিশের গুলিবর্ষন । ১ জন নিহত । চেয়ারম্যান
প্রার্থীর নির্বাচন বর্জন ।

Screenshot (157)

।। মোঃ হুমায়ুন কবির, স্টাফরিপোর্টার,বরিশাল ।।

নির্বাচনী সংঘর্ষে ১ জন নিহত, বরিশালে কেন্দ্র দখলকরে ব্যালটে সিলমারা ,কেন্দ্রে হামলা পুলিশ আনসারসহ আহত ও

পুলিশের গুলিবর্ষনর মধ্যে দিয়ে বরিশালে ইউপি নিবার্চান অনুষ্ঠিত হয় ।

আজ দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপু ইউপির কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্রে জল ভোট দেয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী ফিরোজ মৃধা ও মন্টুর হাওলাদর এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৌজে আলী মৃধা
নামে ১ জন নিহত ও ৩ জন গুরতর আহত হয় । আহতদেরর গৌরনদী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা
হয়েছে । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । এ ঘটনার পর এই কেন্দ্রে ভোট গ্রহন দু ঘন্টা বন্ধ ছিল । আজ দুপুরে বরিশালের
হিজলার গঙ্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে একজন চেয়ারম্যা প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারা শুরু করলে প্রতিদ্বন্ধি
চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা করে । হামলায় পুলিশ ও আসনারসহ ৫ জন আহত হয় । এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে ।

এদিকে কেন্দ্রদখল করে ব্যলটে জোরপুর্বক সিল মারা ,এজেন্টদের বেড় করে দেয়াসহ অনিয়মের অভিযোগ এনে বরিশালের উজিরপুরের জল্লা
ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উর্মিলা বাড়ৈই নির্বাচন বর্জন ঘোষনা করেছেন । এ ছাড়া জেলার অন্য ইউনিয়নগুলোতে শান্তিপৃর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।

বরিশাল জেলা সিনিয়র নির্র্বান অফিসার নুরুল আলম জানিয়েছেন জালভোট দেয়ায় একজন গ্রেপ্তার হওয়ার ঘটনায় কেন্দ্রের বাইরে দু ইউপি সদস্যর
সমর্থকদের মধ্যে সংঘর্ষে একন নিহত হয় ।