ক্ষতির মুখে ফরিদপুরের তিতির খামারীরা

ক্ষতির মুখে ফরিদপুরের তিতির খামারীরা

শেয়ার করুন

faridpur_titer_picছবি-এটিএন টাইমস
।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
তিতির শোভাবর্ধনকারী গৃহপালিত পাখি হলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবে
পালনের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকায় ফরিদপুরে গড়ে উঠেছে তিতির পাখীর
খামার। এই খামারকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশকিছু নারী
পুরুষের। তারাও খামারে কাজ করে তাদের সংসারের স্বচ্ছলতা ফেরাচ্ছেন। গত বছর
থেকে করোনা মহামরী ও লকডাউনের কারনে ক্ষতির মুখে ফরিদপুরের তিতির খামারীরা।
খামামীরা জানান, তিতিরের খাদ্য ও উৎপাদন খরচ কম। তাই তিতির পালন বেশ লাভজনক।
তিতিরের মাংস ও ডিম সুস্বাদু। এটি খাওয়া হালাল। তিতির খুব শান্ত শ্রেণীর।
তিতির পালন খুব সহজ হওয়ায় ফরিদপুর এর বানিজ্যিকভাবে পালন শুরু হয়েছে।
ফরিদপুর শহরের গঙ্গাবর্দিতে বিশাল একটি খামার গড়ে তুলেছেন মো. শাজাহার
মোল্যা নামের এক খামারী। বর্তমানে তার খামারে বড় সাউজের প্রায় এক হাজার
তিতির পাখী আছে। যেখান থেকে প্রতিদিন ৫শ থেকে ৬শ ডিম উৎপাদন হচ্ছে।
আর এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে দেশের বিভিন্ন এলার্কায় সরবরাহ করা
হয়ে থাকে।
তিথির খামার করে প্রথম দিকে লাভবান হলেও করোনা মহামারীর কারনে ক্ষতির মুখে
পড়েছে এই খামারী। খামারের উৎপাদিত ডিম থেকে ঠিক সময় মতো বাচ্চা
উৎপাদন করতে না পারা। আবার উৎপাদিত বাচ্চা বিক্রয় করতে না পেরে ক্ষতির মুখে
পড়েছে খামারীগণ। সরকার করোনাকালীন সময়ে প্রতিটি সেক্টরে প্রণোদনা দিলে
তিতির পাখীর খামারীদের সহযোগিতা না করায় হতাশ হয়েছেন তারা। খামারীদের
প্রতিটি বাচ্চার উৎপাদন খরচ পড়ছে ৫০ থেকে ৫৫টাকা। আর বিক্রি করতেন
১০০টাকা থেকে ১১০টাকা। বর্তমানে বাচ্চার দাম অর্ধেকে নেমে এসেছে।
উৎপাদন খরচই উঠছে না। ফলে ক্ষতির মুখে খামারী। খামারীরা জানান, করোনার কারনে
তিতির খামার করে ক্ষতির মধ্যে পড়েছেন তারা। গতবছর থেকে বেশ ক্ষতির মুখে
রয়েছেন খামারীরা। ঠিক মতো বাচ্চা বিক্রয় করতে না পারায় ব্যবসা একপ্রকার
বন্ধের পথে। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিলেও এ ব্যবসায় কোন প্রনোদনা
দেওয়া হয়নি। সরকারের সহযোগিতা ছাড়া বর্তমানে তিতিরের খামার টিকিয়ে
রাখা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। আর শ্রমিকরা জানান, আগে দেশের
বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চা কিনতে আসতো খামারীরা। করোনার কারনে বাচ্চা
বিক্রি তেমন একটা হয় না। ফলে মালিকও আমাদের বেতন ঠিক মতো দিতে পারছে
না। ফলে পরিবার পরিজন নিয়ে তারাও বেশ কষ্টের মধ্যে রয়েছেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল্লাহ মো. আহসান জানান,করোনার
কারনে খামারীরা ভীষন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের এডিডিপি প্রকল্পের
উৎপাদক গ্রুপের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে। এছাড়াও আমরা
ক্ষতিগ্রস্থ খামার নিয়মিত পরিদর্শন ও ভ্যাক্সিন কার্যক্রম অব্যহত রেখেছি।