ফিলিস্তিনের হেবরনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা, ক্ষুব্ধ ইসরায়েল

ফিলিস্তিনের হেবরনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা, ক্ষুব্ধ ইসরায়েল

শেয়ার করুন

Hebron_1এটিএন টাইমস ডেস্ক:

ফিলিস্তিনের পুরোনো শহর হেবরনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে ইউনেসকো। একইসঙ্গে শহরটিকে বিপন্ন ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। পোল্যান্ডের ক্র্যাকো শহরে ইউনেসকো’র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বৈঠকে এই ঘোষণা দেয়া হয়।

তবে ইউনেস্কোর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। হেবরন শহরের টম্ব অব দ্য প্যাট্যিয়ার্ক বা আদি পিতাদের সমাধি-ইসলাম, খ্রিস্টান ও ইহুদী ধর্মে বিশ্বাসীদের কাছে একটি পবিত্র স্থান। এটি হজরত ইব্রাহিম, হজরত ঈসা এবং জ্যাকবের সমাধিস্থল হিসেবে পরিচিত।

ইহুদিদের কাছে এটি দ্বিতীয় পবিত্রতম স্থান। আর ইসলামের চতুর্থ পবিত্রতম স্থান। ফিলিস্তিনি এবং ইহুদিদের মধ্যে এই জায়গাটি নিয়ে অতীতে বহুবার সংঘাত হয়েছে। কয়েকশ ইহুদি এর কাছে গিয়ে বসতি স্থাপন করেছে।

২ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত হেবরন শহরে আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন করে বিভিন্ন ঐতিহ্য ধ্বংস ও বাড়িঘরে হামলা চালাচ্ছে ইসরায়েল।