দেশে করোনা সংক্রমণের সাথে সাথে এখন মৃত্যুও বাড়ছে

দেশে করোনা সংক্রমণের সাথে সাথে এখন মৃত্যুও বাড়ছে

শেয়ার করুন
ফাইল ছবি
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাস সংক্রমণের সাথে সাথে এখন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর আগে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কম দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীতে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় মোট চারজন মারা গেছেন। এরা হচ্ছেন- করোনায় সুদীপ (৪৫),রাশিয়া (৩৫) এবং  উপসর্গে মনির হোসেন (৭০) ও  দিলীপ মিয়া (৫২)। এদের মধ্যে মনির ও দিলীপ মারা গেছেন করোনা উপসর্গে।
এ জেলায় ৩১১ জনে নমুনা পরীক্ষা করে ৬১ জনের পজিটিভ পাওয়া গেছে। ময়মনসিংহ জেলায় শনাক্তের হার ১৯.৬১%।
কুমিল্লায় করোনা পজিটিভে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।  এ জেলায় ৪১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬  জনের শরীরে  করোনা পজিটিভ পাওয়া গেছে।
সনাক্তের শতকরা হার ৩২ দশমিক ২ ভাগ। আক্রান্তদের ৮৬  জন সিটি করপোরেশন এবং ৩০ জন লাকসাম উপজেলা এলাকায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনা উপসর্গে দুজন মারা গেছেন। চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন। ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করােনা শনাক্ত।শনাক্ত  হার ২৮.৭১ ভাগ।
বরিশালে করোনার আক্রান্তের হার ৪৩ দশমিক ৩৯ শতাংশ।