সৈকতে স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটকরা

সৈকতে স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটকরা

শেয়ার করুন
Tourism Spot
কলাপাড়া প্রতিনিধি।।
সারাদেশে করোনার সংক্রমণের মধ্যে পর্যটন কেন্দ্রগুলো খোলা থাকলেও কুয়াকাটা সমুদ্র সৈকতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিনিয়ত পর্যটকদের ভিড় বাড়ছে।
 কুয়াকাটা সৈকতে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ মাইকিং করছে, সঙ্গে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে তৎপর হচ্ছে। কিন্তু অধিকাংশ পর্যটক স্বাস্থ্যবিধি মানছেন না।
অনেকেই সকালে এসে বিকেলে চলে যাচ্ছেন। তবে এ সকল পর্যটকদের কেউ কেউ মাস্ক পরিধান করলেও অনেককেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক।
কুয়াকাটা আগত পর্যটকদের সুরক্ষা দিতে স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড, ব্যবসায়ী, হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই পর্যটকদের সুরক্ষায় কাজ করছে।
ট্যুরিস্ট পুলিশ বলছে, করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ঠেকাতে সৈকতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করা হচ্ছে, পুরো সৈকতে টহল পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।