এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৯ জুলাই

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৯ জুলাই

শেয়ার করুন

HSC-students-pic
নিজস্ব প্রতিবেদক :

২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ জুলাই।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।  বেলা ২টায় সব কলেজ-মাদ্রাসায় এবং অনলাইন ও মোবাইল ফোন এসএমএস করে ফল জানা যাবে।

গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৩ মে। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও eboardresults.com এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।