আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের হানা, নিহত ১

আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের হানা, নিহত ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটের সামনে একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

শনিবার রাতে এই আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে পুলিশ ও জঙ্গী মধ্যে গোলাগুলির ঘটনায় এক জঙ্গী নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ৩ নারী জঙ্গীকেও আটক করেছে পুলিশ।

আজিমপুরে অভিযানএই অভিযানে পুলিশের ৫ সদস্যও আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল লাভলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় ওই বাসায় পুলিশের সিটি ইউনিটের সদস্যরা অভিযান চালাতে গেলে জঙ্গিরা মরিচের গুঁড়া ও বটি দিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন।

আহত তিন নারী জঙ্গীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে অভিযান নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশি ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) শেখ মারুফ হাসান।

সাহাবুদ্দিন কোরেশি সাংবাদিকদের জানান, গোলাগুলিতে এক জঙ্গী নিহত হয়েছে। তিন নারী জঙ্গীকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিডিআর-২ নম্বর গেইটের কাছের ওই বাসায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিস্ক্রিয়কারী দলের অভিযান চলছিল।