চট্টগ্রামে বস্তিতে আগুন, মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামে বস্তিতে আগুন, মা-মেয়ের মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে হালিশহরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্তবস্থায় অগ্নিদ্বগ্ধ হয়ে মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। এতে পুড়ে গেছে বস্তির দেড় শতাধিক ঘর ও বিভিন্ন দোকানপাট। আগুনে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন বস্তির বাসিন্দা।

নিহতরা হলেন- ফাতেমা (২৭) মেয়ে ও তার শিশু কন্যা মারজানা (সাড়ে ৩ বছর)। ময়না তদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরের (ইপিজেড বাই লেইন) কলসী দিঘীর রেল লাইন সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুমের কর্মচারী লিটন বড়ুয়া জানান, ভোর রাতে বস্তিতে আগুন লাগলে খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, ইপিজেডসহ ৩টি স্টেশন থেকে ৯টি গাড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, আগুনে অন্তত ২০ জনের মত আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।