ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় ৭০টিরও বেশি যানবাহন ও কয়েক হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ৬টি ফেরি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

মাদারীপুরের কাঁঠালাবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় নদীর চার পাশ ঘোলা দেখাচ্ছিল। যা ফেরি চালকদের সংকেত বুঝতে ও দেখতে সমস্যা হয়।

পরে দুর্ঘটনায় এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই সময় উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরি মাঝ নদীতে যাত্রী ও যানবহন নিয়ে আটক পড়ে। এছাড়া বাকি ১১টি ফেরি যানবাহন লোড করে ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।