সাখাওয়াতের পক্ষে প্রচারণায় নামবেন খালেদা

সাখাওয়াতের পক্ষে প্রচারণায় নামবেন খালেদা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীকে জয়ী করতে ব্যাপক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে একশ ৭৪ টি কেন্দ্রের জন্যই থাকছে আলাদা আলাদা কমিটি। নির্বাচনী আচরণ বিধিতে কোন নিষেধ না থাকায় বেগম খালেদা জিয়াও একাধিক প্রচার-প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি নির্বাচন। গত নির্বাচনে বিএনপির প্রার্থী শেষ মুহুর্তে সরে দাঁড়ালেও এবার জিততে মরিয়া দলটি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ছয় সদস্যের নির্বাচন সমন্বয় কমিটি এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন।

কমিটির সদস্যরা বলছেন,সাত খুন, ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে জাতীয় বিভিন্ন ইস্যুগুলোও তুলে ধরবেন তারা।

সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তি ইমেজ বেশি থাকলেও সাতখুন মামলার অন্যতম আইনজীবী হিসেবে সাখাওয়াত হোসেন খানের পরিচিতও কম নয় এমনই দাবি বিএনপির। এক্ষেত্রে দলীয় প্রতীক আর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমনটি আশা তাদের।

তবে যত পরিকল্পনা সাজানো হোক না কেন, সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে এমন আশংকা বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীদের।