শান্তিরক্ষী দল পাঠাতে অনুরোধ জাতিসংঘের

শান্তিরক্ষী দল পাঠাতে অনুরোধ জাতিসংঘের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সম্প্রতি পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের স্থায়ী মিশনকে এ সংক্রান্ত পত্র দিয়েছে জাতিসংঘ সদরদপ্তরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন।

দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের জন্য দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ। এর আগে অক্টোবর মাসেও বাংলাদেশ ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানী সাউথ সুদানে প্রেরণের জন্য জাতিসংঘ থেকে আরেকটি প্রস্তাব পেয়েছে।

সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পদাতিক ব্যাটালিয়ন ও ইঞ্জিনিয়ারিং কোম্পানী দ্রুত সময়ের মধ্যে মোতায়েন করা হবে বলে আশা করছে বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশ।

বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৫০ জন শান্তিরক্ষী কাজ করছেন। যার মধ্যে ১৯৮ জন নারী সদস্য। তাছাড়া, এ পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রায় ১ লক্ষ ৪৬ হাজার ১৪৩ জন সদস্য ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা মিশনে কাজ শেষ করেছে।