ভারত থেকে ১১শ গাড়ি আনবে সরকার: কাদের

ভারত থেকে ১১শ গাড়ি আনবে সরকার: কাদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

রাজধানীতে উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০১৭ সালের মধ্যে ভারত থেকে ১১শ গাড়ি আনবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসি। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদশে রোড ট্রান্সর্পোট অথরটি বা বিআরটিএ এর ৮০ শতাংশ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। এর ফলে দূনীতি কমে আসেব বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত এই সংস্থাটি ১৬ লাখ ডিজিটাল নম্বর প্লেট প্রস্তুত করেছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১৩ লাখ। বাকীদের দ্রুতই জিজিটাল নম্বর প্লেট করার আহবান জানান তিনি। সেই সাথে, ২০১৭ সাল থেকে টোল নীতিমালা কার্যকর হবে বলে জানান তিনি।