রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি রাজনৈতিক সমস্যা: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি রাজনৈতিক সমস্যা: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সামরিক কায়দায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ হিসেবে তিনি বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা।

ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত মিকায়েল হেমনিড ভিনটার সৌজন্য সাক্ষাতের জন্য সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি বাংলাদেশ সরকার যেভাবে সামলাচ্ছে, তার প্রশংসা করেছেন ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৬ বছর নিজের নির্বাসিত জীবনের কথা স্মরণ করেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হতে পেরে তার দেশ গর্বিত। তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী এসময়, বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে ডেনমার্কের প্রতি আহবান জানান।