পানি বিহীন বিশদিন রাজধানীর গেন্ডারিয়ার কয়েক লাখ মানুষ!

পানি বিহীন বিশদিন রাজধানীর গেন্ডারিয়ার কয়েক লাখ মানুষ!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পানি বিহীন বিশদিন রাজধানীর গেন্ডারিয়ার ডালকা নগর এলাকার কয়েক লাখ মানুষ। সমস্যা সমাধানে মিলছে শুধু আশ্বাস। ক্ষুব্ধ সাধারন মানুষ। ডালকা নগরের উত্তরে সতীশ সরকার রোড, দক্ষিণে আইজি গেট, পূর্বে ডিআইট প্লট গেন্ডারিয়া রেল গেট আর পশ্চিমে মিল ব্যারাক।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের অংশ এটি। কয়েক লাখ মানুষের বসবাস এখানে।  এটিএন নিউজের ক্যামেরা দেখে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন এলাকার সাধারন মানুষ। গত বিশদিন এই এলাকায় ওয়াসার পানি আসেনা।

স্থানীয় পানরি পাম্পটি নষ্ট হওয়ায়ই এমন সমস্যা সৃষ্টি হয়েছে। পনেরো রোজার পরথেকেই পানি নেই এখানে। ঈদ কেটেছে পানিহীন। বিপর্যস্ত সবাই। ওয়াসা থেকে সম্প্রতি বিকল্প পানির ব্যবস্থা করা হয়েছে, তবে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আর সে পানি নিতেও ঘুষ দিতে হয় ওয়াসার লোক জনকে।

এলাকার অধিকাংশই নিম্ন আয়ের মানুষের বাস। তাই এখানকার খোজ রাখেননা জনপ্রতিনিধিরা। সমস্যা সমাধানে কাজ শুরু হবে বলে জানালেন পানির পাম্পের এই অপরেটর।