চাঁপাইনবাবগঞ্জে চলছে ‘অপারেশন ঈগল হান্ট’

চাঁপাইনবাবগঞ্জে চলছে ‘অপারেশন ঈগল হান্ট’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গতকাল রাতে স্থগিত হওয়ার পর আজ সকালে আবারো শুরু হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ত্রিমোহনীর জঙ্গি আস্তানায় সোয়াটের ‘অপারেশন ঈগল হান্ট’।

সকাল সোয়া ৯টার দিকে, সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরম্ন করে। অভিযান চলাকালে ভেতর থেকে থেমে থেমে গুলির আওয়ার শোনা গেছে। এর কিছুক্ষণ পর একটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ হয়। পুরো এলাকা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে ।

এর আগে গতকাল সোয়াটের অভিযানের সময় আস্তানার ভেতরে চার দফা গ্রেনেড ফাটিয়েছে জঙ্গিরা। অভিযানের আগে, হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে, জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। এরপর জঙ্গি আবুর মাকে এনে, তার ছেলেকে আত্মসমর্পনের আহবান জানালে, আবু তাও প্রত্যাখ্যান করে।

বুধবার ভোররাতে শিবগঞ্জের ত্রিমোহনী-শিবনগর এলাকায় ওই বাড়িটি ঘিরে ফেলে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর পর পরই বাড়িটির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। গতকাল থেকে এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।