মংলা বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত

মংলা বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত

শেয়ার করুন

মংলা বন্দর

মংলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের কারনে মংলা বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। পন্য বোঝাই খালাস কাজ ব্যাহত হলেও জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ম চাপের কারনে মংলা বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস । এর প্রভাবে গতকাল থেকে মংলা বন্দর ও সুন্দরবন উপকুলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও  মশুলধারে বৃষ্টি বয়ে যাচ্ছে ।

বন্দর কর্তপক্ষের হারবার বিভাগ জানায়, দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে বন্দরে অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ ব্যাহত হচ্ছে । তবে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে । সাগর প্রচন্ড উত্তাল রয়েছে । এ কারনে সাগরে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার সমুহ সুন্দরবনের বিভিন্ন নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে।