কুকুর লেলিয়ে ছাত্র হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড

কুকুর লেলিয়ে ছাত্র হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড

শেয়ার করুন

8a905c99cd7317cc15c3ad4ccaf4bae7

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এই পাঁচজন হলেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম, শাহাদাত ও মাহাবুব। পলাতক আছেন জুনায়েদ ও জাহিদুল।

চার বছর আগে ২০১২ সালের ২৭ এপ্রিল বন্দরনগরীর পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যাণ্ড কলেজের সামনে থেকে হিমুকে ধরে নিয়ে যায় আসামি শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি।

পাঁচলাইশ এলাকায় ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে আটকে রেখে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় তাকে। হাসপাতালে ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর ওই বছরের ২৩ মে ‘এ’ লেভেলের ছাত্র হিমুর মৃত্যু হয়।