যৌথ বাহিনীর বিমান হামলায় আলেপ্পোয় নিহত ৯০

যৌথ বাহিনীর বিমান হামলায় আলেপ্পোয় নিহত ৯০

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

সিরিয়ার আলেপ্পোসহ কয়েকটি শহরে রুশ ও সিরীয় বাহিনীর বিমান হামলায় মারা গেছে কমপক্ষে ৯০ জন।

186784শনিবার রাতভর চালানো এই বিমান হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে আলেপ্পো প্রদেশে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

বিমান হামলাগুলোর একটি ঘটেছে আলেপ্পোর ‘কাফ হামরা’ শহরে। হামলায় নারী ও শিশুদের জন্য পরিচালিত একটি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। এতে একজন সেবিকা, দুই স্বাস্থ্যকর্মীসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উরেম আল-কুবরা শহরে চালানো অপর বিমান হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে কয়েক দফা বিমান হামলা চালানো হয়।

আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের কারণে অন্তত ৩ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। জরুরি ভিত্তিতে তাদের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।