কাফনে ঢাকা হাদিসুর কফিনবন্দি হয়ে বাড়িতে, স্বজনদের আর্তনাদ

কাফনে ঢাকা হাদিসুর কফিনবন্দি হয়ে বাড়িতে, স্বজনদের আর্তনাদ

শেয়ার করুন

Hadisur

নিজস্ব প্রতিবেদক।।

ইউক্রেনের ওলভিয়া বন্দরে গোলার আঘাতে নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ঢাকায় পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিটে হাদিসুরের মরদেহবাহী তার্কিশ এয়ারের কার্গো ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দরের দাপ্তরিক কাজ শেষে দুপুর ১টার দিকে বিমানবন্দর থেকে লাশবাহী বিশেষ অ্যাম্বুল্যান্সে হাদিসের মরদেহ গ্রামের বাড়ি বেতাগীর উদ্দেশে রওনা হয়।

ওই লাশবাহী অ্যাম্বুল্যান্সে হাদিসুরের ছোট ভাই প্রিন্স, ছোট চাচা মিজানুর রহমান এবং চাচাতো ভাই ক্যাপ্টেন তসলিম আহমেদ রয়েছেন।

রোববার রাতে হাদিসুরের মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গত শনিবার রাতে বুখারেস্ট বিমানবন্দরে প্রচণ্ড তুষারপাতের কারণে শতাধিক ফ্লাইট বাতিল হয়।

এর মধ্যে হাদিসুরের মরদেহ বহনকারী তার্কিশ এয়ারের নির্ধারিত ফ্লাইটও বাতিল হয়। পরে ফের শিডিউল ঠিক করে রোববার রাতে বুখারেস্ট ছাড়ে হাদিসুরের মরদেহবাহী ফ্লাইট।