নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় ৯ জনের ফাঁসির আদেশ

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় ৯ জনের ফাঁসির আদেশ

শেয়ার করুন

Nowgaon

নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে আলোচিত তিন যুবককে হত্যা মামলায় নয় আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা হাসেম আলীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া আসামিদের প্রত্যেককে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এই মামলায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

২০১৪ সালের ৬ জুন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের আট বছর পর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হল।

মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক মাহমুদুল হাসান বলেন, ‘সামান্য বিষয় থেকে এই ধরণের হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। এই ধরণের হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সমাজে একটা বার্তা দেওয়া উচিত।’