বুলগেরিয়ায় বাসে আগুন, ৪৫ জনের মৃত্যু

বুলগেরিয়ায় বাসে আগুন, ৪৫ জনের মৃত্যু

শেয়ার করুন

Bulgeria Fire

আন্তর্জাতিক ডেস্ক।।

বুলগেরিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন লাগে।

মঙ্গলবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বিটিএ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দুইটায় বসনেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে বলে বেসরকারি বুলগেরিয়া টিভিকে (বিটিভি) জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিসুরক্ষা বিভাগের প্রধান নিকোলাই নিকোলোভ।

নিকোলাই নিকোলোভ বলেন, একটি বাসে আগুন লেগে বিধ্বস্ত হওয়ার পর, নয়তো বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পর অন্তত ৪৫ জন মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বাসটি বুলগেরিয়া সীমান্ত লাগোয়া দেশ তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উত্তর মেসিডোনিয়ার দূতাবাসের একজন কর্মকর্তা বিটিভিকে বলেছেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই উত্তর মেসিডোনিয়ার নাগরিক।