অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে সোমবারের আকাশ

অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে সোমবারের আকাশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপের অবস্থান রয়েছে। সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৬ ডিগ্রি।
সিলেটে সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৪ ডিগ্রি।
রংপুরে সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৪ ডিগ্রি।
রাজশাহীতে সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৩ ডিগ্রি।
বরিশালে সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৫ ডিগ্রি।
খুলনায় সর্বোচ্চ ২৭ সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এবং ময়মনসিংহে সর্বোচ্চ থাকবে ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।